বর্তমান সময়ের অপটিক্যাল ফাইবার কানেকশন মোটামুটি সব জায়গায় ছড়িয়ে গেছে! নতুন কানেকশন নেয়ার ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডরগণ ফাইবার কানেকশন-ই রিকেমেন্ড করে থাকেন। ফাইবার কানেকশন এর জন্য ইউজারদের রাউটার এর পাশাপাশি একটি ONU (Optical Network Unit) বা ONT (Optical Network Terminal) লাগে, যা থেকে অপটিক্যাল লাইট বা লেজার, ডাটা তে কনভার্ট হয়ে রাউটারে যায়!
তো, ONU যেহেতু এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, ব্রডব্যান্ড ইউজারদের খুবই কমন একটি প্রশ্ন হচ্ছে আমার রাউটারের জন্য কোন ONU টি সেরা হবে! এই প্রশ্নের উত্তর খুজবো আজকের এই লেখায়।
উপরোক্ত অনুগুলির মধ্যে আপনার কোন অনুটি লাগবে সেটি মূলত নির্ভর করে আপনার আই,এস,পির উপর। আপনার আই,এস,পি কোন প্রযুক্তিটি ব্যাবহার করে আপনাকে সেবা দিচ্ছে সেটি জেনে, আপনি সেই প্রযুক্তির ONU নিতে পারেন। যেমন আপনার আই,এস,পি যদি EPON প্রযুক্তি ব্যাবহার , করে, সেক্ষত্রে আপনার জন্য EPON অনু ভাল হবে। তবে আপনি যদি XPON ONU কিনেন তাহলে সেটি EPON এবং GPON দুইটির সাথেই ভালভাবে কাজ করবে! সো আপনার জন্য XPON সেইফ এবং বেস্ট চয়েজ।
আপনার কতগুলি ইথারনেট ডিভাইস সংযুক্ত করতে হবে তার উপর নির্ভর করে ONU-এর পোর্টের সংখ্যা নির্বাচন করুন।
TP-Link, C-Data, Huawei জনপ্রিয় ONU ব্র্যান্ড।
আপনার রাউটারের জন্য সঠিক ONU নির্বাচন করার জন্য, আপনার ইন্টারনেট সংযোগের গতি, পোর্টের সংখ্যা এবং বাজেট বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
আশা করি এই ব্লগটি আপনার রাউটারের জন্য সঠিক ONU খুঁজে পেতে সাহায্য করবে